সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মুসলিম ধর্মপ্রচারক শাইখ আহমেদ দিদাতের ছেলে শাইখ ইউসুফ দিদাত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত ২টা ৪০ মিনিটে দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু নাতাল শহরে সেইন্ট এনি’স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইউসুফ দিদাত ছিলেন দক্ষিণ আফ্রিকার মুসলিম কমিউনিটি এক্টিভিস্ট এবং বিখ্যাত মুসলিম স্কলার।
১৫ই জানুয়ারি বুধবার সকাল ৮.২৯ এ ভেরুলামে ফ্যামিলি ম্যাজিস্ট্রেট কোর্টের বাইরে অজ্ঞাত বন্দুকধারী সন্ত্রাসী তার মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে কাওয়াজুলু নাতাল শহরের সেইন্ট এনি’স হসপিটালে ভর্তি করা হয়। শনিবার রাত ২টা ৪০ মিনিটে সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইউসুফ দিদাত।
তার সন্তান রাইছ দিদাত জানান, পরে তার বাবাকে ভেরুলাম সেমিটারীতে দাফন করা হয়।
প্রসঙ্গত : প্রয়াত শাইখ আহমেদ দিদাত ছিলেন বিশ্ববিখ্যত মুসলিম ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের শিক্ষক।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ