ঢাকা কলেজ প্রতিনিধি: গত (১০ নভেম্বর) তারিখে গাছের মরা ডাল পড়ে আহত হয় ঢাকা কলেজ ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থী তোফায়েল। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের শতবর্ষী মরা বৃক্ষ অপসারন করতে “সময় জার্নালে” একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল।
সংবাদ প্রকাশ করার এক মাস পরে ঢাকা কলেজ ক্যাম্পাসে মরা গাছ কাটতে দেখা যায়। ক্যাম্পাসের আন্তর্জাতিক হলের সামনে থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছটি মরে গেছে অনেক দিন হলেও কলেজ প্রশাসনের নজর পড়েছে কিছুদিন আগে। এর ধারাবাহিকতায় বিশাল এই মরা গাছটি কাটা হচ্ছে। এতে স্বস্তির নিশ্বাস ফেলছে শিক্ষার্থীরা। হালকা বাতাসে গাছের বিশাল মরা ডাল নিচে ভেঙে পড়তো। এতে নিচে চলাচল করা শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।
এ বিষয়ে আবাসিক শিক্ষার্থী জাকারিয়া ভূইয়া সময় জার্নালকে বলেন, ‘কলেজ প্রশাসনকে ধন্যবাদ মরা গাছটি কাটার জন্য। তবে ক্যাম্পাসে আরো কিছু শতবর্ষী মরা কড়ই গাছ আছে। এগুলোও যাতে কাটা হয়। মরা গাছগুলো অপসারণ করে নতুন গাছ রোপন করতে হবে। এতে ক্যাম্পাসের পরিবেশের সৌন্দর্য বহুগুণ বাড়বে বলে আশা করি’
গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ সময় জার্নালকে বলেন, ‘ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতে কলেজ প্রশাসন সবসময় সজাগ আছে। ক্যাম্পাসের মরা গাছ কাটা হবে, যাতে করে আর কোন শিক্ষার্থীকে গাছের ডাল পড়ে আহত হতে না হয়।’
আরও পড়ুন: গাছের ডাল পড়ে কলেজ ছাত্র আহত
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ