স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যাক টি-টোয়েন্টি সিরিজের জন্য সরফরাজ আহমেদকেই অধিনায়ক হিসেবে রেখে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরফরাজ আহমেদকে দলপতি করে গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডে পাঠিয়েছিলো। দলকে সেমিফাইনালে ওঠাতে না পারায় সারফারাজ কড়া সমালচনার মুখে পড়েন। দেশে ফেরার পর পিসিবি হেড কোচ মিকি আর্থার ও সরফরাজকে নিয়ে বেশ কয়েক দফা আলোচনার টেবিলে বসে।বিশ্বকাপ ব্যর্থতার পর সরফরাজকে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলার গুঞ্জন উঠেছিল।
শেষ পর্যন্ত সরফরাজের ওপর পুরোপুরি ভরসা হারায়নি বোর্ড। নতুন কোচ মিসবাহ-উল-হকের সঙ্গে নেতৃ্ত্বে ডানহাতি এই ব্যাটসম্যানই রয়েছেন। তবে এবার তার সহযোগী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দলের সেরা ব্যাটসম্যান বাবর আজমকে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ