সময় জার্নাল ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে অপরিচিত দুইজন পুরুষ জড়িত ছিলো। এই দম্পতির ব্যবহৃত কাপড়ের সঙ্গে ওই লোকদের ডিএনএ’র মিল পাওয়া গেছে।
৮ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় র্যাবের প্রতিবেদনে একথা জানানো হয়। সোমবার বিকেলে এ প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
তখন সাগর মাছরাঙা টিভি আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ