মাসুদ পারভেজ, সাতক্ষীরা : “আমি আছি আমি থাকব, ক্যান্সারের বিরুদ্বে লড়াইয়ে” এই প্রতিপাদ বিষয়কে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্যানিটারি অফিসার আ. সোবহান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার মৃত্যুঞ্জয়, সানজানা জাহান চাঁদনী, শাহীনুর ইসলাম, নোয়াজ আব্রহা, সাফায়াত দোজা, ইঃএ্যঃ আব্দুল হান্নান প্রমুখ।
সময় জার্নাল/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ