কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ইয়ুথ্ লিডারশীপ কমিটির নেতৃত্বে কো-অডিনেটর তাহমিনা পারভিন ও সহকারী কো-অডিনেটর মাসুদ পারভেজ।
দি-হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ইয়ুথ উপজেলা শাখার কো-অডিনেটর রাহুল নিয়োগীর সঞ্চালনায় শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথদের ভোটের মাধ্যমে এ নেতৃত্ব নির্বাচন করা হয়।
উপজেলা শাখার ইয়ুথ্ কো-অডিনেটর মাসুদ পারভেজ ক্যাপ্টেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন দিহাঙ্গার প্রজেক্টের অঞ্চলিক সমন্বয়কারী খুলনা অঞ্চল খুলনা মাসুদুর রহমান রঞ্জু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমুখ।
সময় জার্নাল/আরইউটি
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ