ঢাকা কলেজ প্রতিনিধি: আগামী কাল (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স (সম্মান) ১ম বর্ষের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার ৬৫০০ টি আসনের বিপরীতে মোট ৩৪০৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছে।
সাত কলেজের মোট বিভাগ ও আসন সংখ্যা:-
ঢাকা কলেজ – ১০৯০ জন।
ইডেন মহিলা কলেজ – ১২২৫ জন।
তিতুমীর কলেজ – ১৫১০ জন।
সরকারি বাঙলা কলেজ – ৭১৫ জন।
কবি নজরুল সরকারি কলেজ – ৬৩০ জন।
বদরুন্নেসা মহিলা কলেজ- ৫৯০ জন।
শহীদ সোহরাওয়ার্দী কলেজ – ৭৪০ জন।
=মোট – ৬৫০০ জন।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের
মোট ২০০ মার্কেসের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ ১২০ এবং জিপিএ তে ৮০ নম্বর।
পাস নাম্বার ৪৮। কোন নেগেটিভ মার্ক থাকবে না।
বিজ্ঞান ইউনিটের মানবন্টনঃ
বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মোট ৪টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। প্রতি উত্তরে মোট নাম্বার ৩০।
যাদের এইচএসসিতে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ছিলো তাদের এই ৪টি উত্তর দিতে হবে তবে। ইচ্ছে করলে উচ্চ মাধ্যমিকের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি দিতে পারবে
ইউনিট পরিবর্তন
পরীক্ষায় কৃতকার্য হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক/ বাণিজ্যের সাবজেক্ট চয়েজ দিতে পারবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, ওয়েস্ট ইস্ট হাই স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ।
সময় জার্নাল/ ফাহাদ
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ