নিউজ ডেস্ক: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই মেয়র।
সোমবার পৃথক বার্তায় তারা এই শোকপ্রকাশ করেন।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম তার শোকবার্তায় বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে সাদেক হোসেন খোকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, তার (খোকা) মৃত্যুতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
খোকা ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ