মঈনুদ্দীন তালুকদার হিমেল, ঠাকুরগাঁও : তেভাগা আন্দোলনের নেতা মোহাম্মদ হাজী দানেশের মেয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা রেজওয়ান চৌধুরী আর নেই।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সুলতানা রেজওয়ান চৌধুরীর স্বামী প্রয়াত রেজওয়ানুল হক ইদু চৌধুরী ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য ছিলেন। সেই সাথে তিনি বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শবদলহাট গ্রামের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ