ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিলের দাবিতে আগামী মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি।
মির্জা ফখরুল বলেন, একই দিনে দুই সিটি করপোরেশনে তাঁদের দলীয় প্রার্থীরা নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগের তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরবেন। সেটা কোথায় অনুষ্ঠিত হবে, তা পরে জানিয়ে দেওয়ার বলেন তিনি।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ