সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরে লাউড় রাজ্যের রাজধানী হলহলিয়া রাজবাড়ীর প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান-২০১৯-২০২০ উদ্ধোধন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের একতা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা অনুষ্টানে তিনি এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
সিলেট বিভাগের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের উপ পরিচালক ড. আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান, দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী প্রমুখ।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ