নিউজ ডেস্ক: সুনামগঞ্জে একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, হতাহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তিনি বলেন, বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসার লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ