সোনারগাঁ প্রতিনিধি: বিডি ক্লিন সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা নিজেদের শহর পরিচ্ছন্ন করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভাগীয় পর্যায়ে জেলা-উপজেলা ভিত্তিক তাদের কার্যক্রম শুরু করেছে।এরই মেধ্য সংগঠনটি নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় কামরুজ্জামান রানা কে সমন্বয়ক, জহিরুল ইসলাম কে সহ-সমন্বয়ক করে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেয়।
১ নভেম্বর বিডি ক্লিন সোনারগাঁ উপজেলা কমিটির অনুমোদন সমম্পন্ন করা হয়।
দায়িত্ব প্রাপ্ত অন্য সদস্যরা হলেন, মনিটর- ফরহাদ নাহিদ, আয়েশা, সাইফুল ইসলাম শীতল, শুভ, ফয়সাল আহমেদ উপ সমন্বয়ক সাইফুল ইসলাম সাইফ, আইটি মিডিয়া সহ সমন্বয়ক মাহি মোমেন, লজিস্টিক সহ সমন্বয়ক হাসান মামুন, ওয়েলকাম মনিটর অমিত হাসান মিরাজ, আরিফ।
উল্লেখ্য , নিজ শহর পরিছন্ন রাখার লক্ষে ৩ জুলাই ২০১৬ সালে বিডি ক্লিন নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগঠনটির পদযাত্রা শুরু হয়েছিল।
কমিটির অনুমোদন কালে নারায়নগঞ্জ জেলা সমন্বয়ক এস এম বিজয় বলেন, আজকের দায়িত্ব প্রাপ্তরা বিডি ক্লিন সোনারগাঁকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। সারা বাংলাদেশের উপজেলার রোল মডেল হিসেবে আপনাদের দেখতে চাই। সবাই দায়িত্ব নিয়ে কাজ করবেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা উপ সমন্বয়ক মিমরাজ হোসেন রাহুল সহ বিডি ক্লিনের অন্যান্য সদস্যরা।
সময় জার্নাল/ সুমনা আক্তার
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ