নিউজ ডেস্ক: সোনালী ব্যাংকের টঙ্গী শাখা, গাজীপুর স্থানান্তরিত নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, সোনালী ব্যাংক লিমিটেড টঙ্গী শাখা, গাজীপুর স্থানান্তরিত নতুন ভবনে গতকাল রবিবার (২০ অক্টোবর) থেকে আধুনিক ও উন্নত ডিজিট্যাল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।
নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেনারেল ম্যানেজার্স অফিস ঢাকা-১ এর জেনারেল ম্যানেজার মল্লিক আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস গাজীপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার স্বপন কুমার দাস, শাখা ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, শাখার কর্মকর্তাবৃন্দ ও ব্যাংকের সম্মানিত গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ