সাদ বিন কাদের চৌধুরী : ফেনী পৌরসভার মেয়রের পরিবহন। আপনার জাতীয় পার্টির রাজনৈতিক ইতিবৃত্তে আর গেলাম না, মূল বিষয়ে আসি। ১ জন যাত্রীর কাছ থেকে দুটি সিটের ভাড়া আদায় করেন, কিন্তু যাত্রী সীটে গিয়ে দেখেন প্রতি সীটেই যাত্রী আছেন!
সরকার বলছে দুটি সীটে ১ জন করে যাত্রী বসবে, যার জন্য যাত্রীরা ৬০% শতাংশ ভাড়া বেশী প্রদান করবে। আর স্টার লাইন কর্তৃপক্ষ এই সুযোগ কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন দ্বিগুণ ভাড়া, যদিও প্রতি আসনেই যাত্রী নিচ্ছেন তারা। যদিও এমন বাড়তি ভাড়া, যাত্রীদের সাথে দুর্ব্যবহার এগুলা এই পরিবহনের দীর্ঘ বছরের কমন ইস্যু!
এই দুর্দিনে এমন ব্যবসায়ী মনোভাব জাতির জন্য দুঃখজনক। আশাকরি নিজের ভুল বুঝতে পেরে যাত্রীসেবা নিশ্চিত করবেন!
জীবনে বেঁচে থাকলে বহু ব্যবসা করতে পারবেন, আপাতত সেবা নিশ্চিত করেন!
আপনিতো একজন জনপ্রতিনিধি। আপনাকে ঠিক করতে হবে আপনি কি জনপ্রতিনিধি হবেন, নাকি মানুষের পকেট খেকো ব্যবসায়ী হবেন!
লেখক : মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, ঢাকসু।