চাঁদপুর প্রতিনিধি : ‘হ্যালো ওসি, কথা বলুন আপনার ওসি’র সাথে’ -এ স্লোগান নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্ব রোডস্থ চৌরাস্তার পাশে অনুষ্ঠানিকভাবে ‘হ্যালো ওসি’ কার্যক্রমের সূচনা করা হয়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোন দালাল বা ব্যাক্তির দারস্থ না হয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইতে হ্যালো ওসির মুঠোফোনে (০১৭১৩৩৭৩৭১৩) ডায়াল করবেন। আইনী সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কাজ করছি। ‘হ্যলো ওসি’ কার্যক্রম নিয়ে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্নস্থানে উন্মুক্ত আলোচনা সভা করা হবে।
ওই সময় পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, থানায় কোন মান্থলি ( মাসিক) দিতে হয় না। আপনারা কোন পুলিশকে চাঁদা দিবেন না। থানা পুলিশের কথা বলে কেউ চাঁদা নিলে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
থানার উপ-পরিদর্শক রমিজ উদ্দিনের পরিচালনায় জনসচেতনমূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা.আলী আশরাফ দুলাল, সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, উপ-পরিদর্শক মাহমুদুল হক ভূঁইয়া প্রমুখ।
সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুজ্জমান টুটুল, মোঃ কবির আহমেদ, মোহাম্মদ হাবিব উল্ল্যা ও সাখাওয়াত হোসেন শামীম সহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ