হাবিপ্রবি প্রতিনিধি: বগুড়া-১ আসনের সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। শোক বার্তায় মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
গতকাল শনিবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ল্যাডএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষিবিদ আব্দুল মান্নান এম.পি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৬ বছর। এমপি কৃষিবিদ আব্দুল মান্নান ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দিতে জন্মগ্রহণ করেন।
কৃষিবিদ আব্দুল মান্নান কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কেন্দ্রীয় ছাত্র সংসদেও (বাকসু) ভিপি ছিলেন। তিনি ২০০৮,২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে( সারিয়াকান্দি ও সোনাতলা) আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নিবার্চিত হন । এছাড়া একাদশ সংসদের কৃষি মন্ত্রণায় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ