হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে স্বামী-স্ত্রীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও একশত টাকা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় ভ্রাম্যমান আদালতের একটি দল হিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা আদায় করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, হাকিমপুর উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর মহল্লার ইমরান আলীর ছেলে আব্দুল আলিম (৩৫) ও তার স্ত্রী সুইটি বেগম (৩২)।
এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
সময় জার্নাল/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ