নিউজ ডেস্ক: নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তনের দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে হিলি-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। এতে করে বিপাকে পড়েছেন ওই পথে চলাচল করা যাত্রীরা।
শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন বাস চালকরা।
এতে করে ওই পথে চলাচল করা যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে হিলি থেকে হিলি-দিনাজপুর, হিলি-জয়পুরহাট রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস চালকরা জানান, যেকোনো দুর্ঘটনা চালকদের ইচ্ছাকৃত নয়। কোনো কারণে একটি দুর্ঘটনা ঘটলেই তাতে কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদণ্ড ও আহত হলে পাঁচ লাখ টাকা দিতে হবে। এতো টাকা দেওয়ার সামর্থ বাস চালকদের নেই আর জেলখানায়ও যেতে চাননা তারা। তাই নতুন এ আইন পরিবর্তনের দাবিতে নিজেরাই (বাসচালক) অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ