মুরাদ ইমাম কবির, হিলি : হিলি স্থলবন্দরে পণ্য খালাস করে ভারতে ফিরে যাবার সময় একটি ভারতীয় ট্রাক থেকে ১০৯ পিস ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
রোবাবর (২৬ জানুয়ারি) সকালে সীমান্তের জিরো পয়েন্ট গেটে এসব ইলিশ মাছ উদ্ধার করা হয়। মাছগুলো চোরাইপথে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানান বিজিবি।
হিলি সিপি বিজিবি কমান্ডার সুবেদার ইলিয়াস জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত পাথর নিয়ে আসা ডই-২২৪১ নং ট্রাক বন্দরের অভ্যন্তরে পাথর খালাস করে ভারতে ফিরে যাচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্ত্বিতে সীমান্তের জিরো পয়েন্ট গেটে কর্মরত বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাসি চালায়। ট্রাকের ক্যাবিনে একটি বস্তায় ১০৯ পিস ইলিশ মাছ উদ্ধার করা হয়। যার ওজন ৮৩ কেজি।
মাছগুলো উদ্ধার করা হলেও ভারতীয় ট্রাকটিকে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধার করা মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সময় জার্নাল/
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ