হিলি প্রতিনিধি: ‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল প্রসপারিটি অ্যান্ড দ্য প্ল্যানেট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলি স্থলবন্দরে র্যালী, আলোচনাসভা, ক্রীড়া প্রতিযোগীতাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক কাষ্টমস দিবস।
দিবসটি উপলক্ষ্যে রোববার বেলা ১১টায় পানামা হিলি পোর্টে কাষ্টমস অফিসের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ-সুচনা করেন হিলি কাষ্টমসের সহকারী কমিশনার আব্দুল হান্নান।
পরে পানামা হিলি পোর্ট থেকে একটি বর্ণাঢ্য র্যালীবের হয়ে বন্দরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে সীমান্তের জিরোপয়েন্ট ইমিগ্রেশন চেকপোষ্ট গেটে গিয়ে শেষ হয়। এসময় বাংলাদেশ কাষ্টমসের পক্ষে ভারতের কাষ্টমস কর্মকর্তাদের ইলিশ উপহার দেয়া হয়।
র্যালীতে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বন্দরের আমদানী-রফতানি কারক , সিএন্ডএফ এজেন্ট, পানানা হিলি পোর্টের কর্মকর্তা-কর্মচারিরা অংশ গ্রহণ করেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ