নিউজ ডেস্ক: উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামানের বিরুদ্ধে ভাটারা থানার মাদক ও অস্ত্র আইনের মামলায় সরকার পক্ষের আইনজিবী ২০ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
রোববার রাত ১২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় বাড়ি দখল জমি দখলসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ৬ বছর আগেও সাধারণ জীবন যাপন করত তারেকুজ্জামান। কিন্তু কাউন্সিলর হওয়ার পরেই তিনি বুনে যান কোটি পতি, চলা ফেরা করেন বিলাস বহুল বাহনে করে। ডুপ্লেক্স বাড়ী সহ তার দখলে আরো গোটা ৮ টা বিশাল ভবন রয়েছে তার মালীকানায়।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ