শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৭০ জন শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ।
– খবর ইউএনবির
তথ্যে আরও জানায়, গত বছরের ১ নভেম্বর থেকে ১৪ মার্চ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৩৪৫ রোগী শ্বাসকষ্টের চিকিৎসা নিয়েছেন এবং ২২ জন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৫০৭ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগে ১ হাজার ২১৫ জন চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বছরের ১ নভেম্বর থেকে ১৪ মার্চ পর্যন্ত মোট ৬ লাখ ১৮ হাজার ৫৪০ জন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৬১ জন মারা গেছেন।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ