নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলজে হাসপাতালে তিনি মারা যান।
এলাকাবাসী জানায়, আজ বুধবার সকালে উপজেলার একডালা বাজার নামক এলাকায় কাদিরাবাদে সেনাবাহিনীর দুধবহনকারী কাভার্ট ভ্যানের সঙ্গে মোটর সাইকলের সংর্ঘষ হয়। এ সময় মোটর সাইকলে আরোহী অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে নেয়া হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক দেখে কতর্ব্যরত চিকিৎসক তাৎক্ষনিক তাকে রাজশাহী মেডিকেল কলজ হাসপাতালে স্থানান্তর করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। নিহত অবঃ আর্মি সার্জেন্ট আসলাম উপজেলার পাঁকা ইউনয়িনে গালিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ