জাবি প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উপাচার্য অপসারণ আন্দোলনে দুদিনের কর্মসূচী বিরতি শেষে আবারো মাঠে নামেছে আন্দোলনকারীরা।
পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় পুরাতন প্রশাসনিক ভবন থেকে পরিবহন চত্বর পর্যন্ত দুর্নীতির প্রতিবাদে ব্যাঙ্গাত্মক পটচিত্র প্রদর্শনী করেছে আন্দোলনকারীরা। পরে বিকাল ৩টায় পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত থাকবেন সৈয়দ আবুল মকসুদ, আবুল কাশেম ফজলুল হাক, আনু মোহাম্মদ, ব্যারিস্টার শাহদিন মালিক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, গীতি আরা নাসরিন, কামরুল হাসান মামুন, রাখাল রাহা, অরূপ রাহী, ওমর তারেক চৌধুরি, রেহনুমা আহমেদ, জোনায়েদ সাকি, আ ক ম জহিরুল ইসলাম, খালেকুজ্জামান, মুজাহিদুল ইসলাম সেলিম, নাসির উদ্দিন প্রিন্স, মেহেদি হাসান নোবেল, গোলাম মোস্তফা, শিমুল সালাউদ্দিন, জাহিদ আজিজ, শুভশরীষ ভৌমিক, আশীষ কুমার মজুমদারসহ প্রমুখ দেশবরণ্য ব্যক্তিবর্গ।
এরপর সন্ধ্যা ৬টায় ‘গানে গানে সংহতি’ নামক একটি প্রতিবাদী গানের অনুষ্ঠান কর্মসূচীতে গাইবেন মুইজ মাহফুজ, পল্লব বসু, সোয়াইব. ঋজু নূরু, আবৃত্তি শিল্পি শোভন ও কনোজ।
এর আগে গত শনিবার (০৯ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে ঘূর্নিঝড় বুলবুলে দেশবাসীর প্রতি একাত্মতা ও সহমর্মীতা দেখিয়ে চলমান আন্দোলন কর্মসূচীতে দু’দিনের বিরতি ঘোষণা করেন আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন। ফলে গত রোববার (১০ নভেম্বর) ও সোমবার (১১ নভেম্বর) কোন ধরনের কর্মসূচি পালন করেনি আন্দোলনকারীরা।
প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে দীর্ঘ তিন মাস ধরে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরা।
ফেসবুকের মাধ্যমে মতামত জানানঃ